নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত
নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২২ নভেম্বর শনিবার কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সাবেক সচিব আবু তালেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, কমিটির সদস্য আনোয়ার হোসেন মুকুল, কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান ফরহাদ, সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দিন প্রমূখ।এসময় আরও উপস্হিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক উপসচিব সাহাব উদ্দিন, প্রোগামার আবদুর রউফ, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, যুব নেতা মন্টুসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।সভায় কলেজের পক্ষ থেকে বের করা স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয় এবং অতিথিদের মাঝে সন্মাননা ক্রেস্ট ও উপটোকন প্রদান করা হয়।