• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৪১:৩৩ (10-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দেশের মানুষ একটি সচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়: ফয়জুল করীম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশের মানুষ একটি সচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে।’৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন, ‘কোন দল বা কোন ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচনকে পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নিবে না।’তিনি বলেন, দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থ পাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে। দেশের শান্তিপ্রিয় মানুষ নারীর নিরাপত্তা চায়, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চায়। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।তিনি দাবি করেন, ‘দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করতে হতো না।জনসভায় অধ্যাপক মাহবুবুর রহমান সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।