• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৫৭:৩৮ (17-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে: স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা এত বেশি অপরাধ করেছে যে, তাকে এক হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।১৭ নভেম্বর সোমবার শহীদ পরিবারের সদস্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের স্নিগ্ধ এ কথা বলেন।স্নিগ্ধ আরও বলেন, বাংলাদেশের জনগণ ৫ আগস্ট শেখ হাসিনার রায় ঘোষণা করে দিয়েছেন। এখন কেবল কোর্ট থেকে আনুষ্ঠানিক ঘোষণা হবে। এই দেশের জনগণ ৫ আগস্ট তার রায় দিয়েছেন।মীর মাহবুবুর রহমান বলেন, সব শহীদ, সব আহতদের আশা শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে। এর বাইরে শহীদ পরিবারের সদস্য হিসেবে আমরা অন্য কিছু চিন্তা করতে পারছি না।শহীদ পরিবারের সদস্য হিসেবে আদালতে উপস্থিত হয়ে স্নিগ্ধ আরও বলেন, শেখ হাসিনাকে দ্রুত এনে রায় বাস্তবায়ন করতে হবে।