মোদী মহান মানুষ, আগামী বছরই ভারত সফর হতে পারে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বন্ধু ও মহান মানুষ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগামী বছরই ভারত সফর করতে পারেন তিনি।৬ নভেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন।প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার আলোচনা দুর্দান্তভাবে এগিয়ে চলেছে। এ সময় তিনি রাশিয়া থেকে ভারতের তেল কেনা কমিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।ট্রাম্প বলেন, ‘মোদী মূলত রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী একজন মহান মানুষ। তিনি আমার একজন বন্ধু। আমরা কথা বলি, তিনি চান আমি যেন সেখানে যাই। আমরা এটির বিষয়ে সিদ্ধান্ত নেব।’পরের বছর ভারতে ভ্রমণের কোনো পরিকল্পনা করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, হতে পারে।’বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের এই ভারত সফরের ইঙ্গিত দুই দেশের মধ্যকার বর্তমান স্তিমিত সম্পর্ক কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। ট্রাম্পের এই সফরের ইঙ্গিতের ফলে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ও মোদীর মধ্যে চলতে থাকা সম্পর্কের টানাপোড়েনের অবসান ঘটার সম্ভাবনা রয়েছে।