• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৩৫:৩২ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদাতাদের টার্গেট করা হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এ বিষয়ে সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।২২ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের মানুষের নির্বাচন ঘিরে নানা প্রত্যাশা রয়েছে এবং প্রতিটি থানা ও ওয়ার্ডের আলাদা আলাদা সমস্যা আছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনা হচ্ছে এবং সম্ভাব্য সমাধান নিয়ে কাজ করা হচ্ছে। এ যাত্রায় ঢাকা-১০ আসনের পাশাপাশি সারা দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তফসিল ঘোষণার পরদিনই একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।তিনি আরও বলেন, ওসমান হাদি নির্বাচনের পক্ষে ছিলেন এবং আগেই প্রচারণা শুরু করেছিলেন। বর্তমানে বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।আসিফ মাহমুদ বলেন, শহীদ ওসমান হাদির মতো ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের গণতান্ত্রিক রূপান্তর, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সুষ্ঠু, নিরপেক্ষ ও সময়মতো নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার বা অবস্থান নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।তিনি আরও অভিযোগ করেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নিরাপত্তা ঝুঁকিতে রাখা হচ্ছে। বিভিন্ন সময় সরকারি ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাকে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তাজনিত কারণে স্বাধীনভাবে চলাচল করতে না পারলে নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত হবে। তাই শুধু তার জন্য নয়, ঝুঁকিতে থাকা সব প্রার্থী, নির্বাচন কমিশন এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।