• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:৪২:৩২ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা, ৯ যাত্রীর অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।ঘটনাটি ঘটেছে ১ নভেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে, ক্যাম্ব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে। ব্রিটিশ পরিবহন পুলিশের বরাতে জানা যায়, ট্রেনটি ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট পর ট্রেনটি হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকল আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হামলার কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। ঘটনাটি তদন্তে দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিটসহ স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে।ক্যাম্ব্রিজশায়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, “এটি একটি ভয়াবহ ও উদ্বেগজনক ঘটনা। যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনাটির পেছনের উদ্দেশ্য উদ্‌ঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”ঘটনার পর ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং লন্ডনের কিংসক্রসগামী ট্রেনসেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়।সূত্র: বিবিসি