বকশিগঞ্জে ভোট নিয়ে কাড়াকাড়ি, বিপাকে ভোটাররা
                                                             বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে ভোট নিয়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভোট পাওয়ার আশায় মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।জামালপুর( ১) দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, জামাতে ইসলামীর সম্ভাব্য মনোনীত প্রার্থী মাওলানা নাজমুল হোসেন সাঈদী, অপরদিকে গণঅধিকার পরিষদের সম্ভাব্য মনোনীত প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন। ভোট পাওয়ার আশায় গণসংযোগ লিফলেট বিতরণ করারসহ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।সাদা মিয়া বলেন,অনেকে আমার কাছে ভোট প্রার্থনা করেছেন, কিন্তু কাকে দিব, সামনে নির্বাচন আসছে এবার যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে ভোট দেবো।রিপন মিয়া বলেন,জামালপুর (১) দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, আসনে এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দেবো। কারণ তিনি বিগত সময়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এবার এম রশিদুজ্জান মিল্লাত নির্বাচিত হলে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের উন্নয়ন হবে বলে আশা করেন।জব্বার আলী বলেন, আওয়ামী লীগ, বিএনপিকে আমরা ভোট দিয়েছি এবার আমরা জামাত ইসলামকে ভোট দিয়ে তাদেরকেও দেখতে চাই। তারা কেমন উন্নয়ন করে। তারা মনে করেন জামাত ইসলামীকে ভোট দিলে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা সঠিক পথে থাকবো তাই আমরা জামাত ইসলামকে ভোট দিব। সুরুজ মিয়া বলেন, শাহরিয়ার আহমেদ সুমন তরুণ প্রজন্ম আমরা তাকে ভোট দিতে চাই। তরুণ প্রজন্মের ভোটাররা মনে করছেন আমরা নতুন ভোটার আমরা নতুন কিছু দেখতে চাই। এদিকে ভোট নিয়ে কাড়াকাড়ি দেখে বিপাকে পড়েছেন সাধারণ ভোটারা। আগামী ত্রয়োদশ নির্বাচনে সময় বলে দিবে কে নির্বাচিত হবে তা জানান সাধারণ ভোটাররা।