• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ দুপুর ০১:৩০:৫০ (07-Jan-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে ভেনেজুয়েলা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে ভেনেজুয়েলা, জানালেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলা প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।ভেনেজুয়েলা প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ তার নিয়ন্ত্রণে থাকবে। এই অর্থ যাতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের সুবিধার জন্য ব্যবহার করা হয় তা নিশ্চিত করবেন ট্রাম্প।এছাড়া যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ১৮ মাসের মধ্যেই ভেনেজুয়েলায় কাজে নামতে পারে বলেও জানিয়েছেন তিনি।এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেল উৎপাদনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা এই তেল কোম্পানিগুলো করবে। এছাড়া সে অর্থ কোম্পানিগুলোকে পরে পরিশোধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে তার আশা, ১৮ মাসের আগেই তেল উৎপাদন বেড়ে যাবে।বেশ কয়েকদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল অবকাঠামো ঠিক করতে পারবে।বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেলের উৎপাদন আগের অবস্থায় ফিরিয়ে নিতে কয়েক বছর সময় এবং কয়েক শ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। বর্তমানে কেবল শেভরন কোম্পানি সীমিত পরিসরে সেখানে কার্যক্রম চালাচ্ছে।