• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:১৬:১৭ (13-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঝিনাইদহে কোদলা নদী থেকে মরদেহ নিয়ে গেল ভারতীয় পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের কোদলা নদীতে অজ্ঞাত পরিচয়ের ভাসমান একটি মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় ব্যক্তির তা নিশ্চিত হওয়া যায়নি।মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের মাটিলা বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর বুধবার বিকেল থেকে কোদলা নদীর ভারতীয় অংশে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে জানা গেছে।মাটিলা বিজিবির ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম জানান, মরদেহটি কোদলা নদীর ভারতীয় অংশে ভাসমান অবস্থায় ছিল। তবে সেটি বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিকের, সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি কোদলা নদীর ভারতীয় অংশে ভেসে বেড়াচ্ছিল। খবর পেয়ে ভারতীয় পুলিশ বুধবার সন্ধ্যার দিকে নিয়ে গেছে।