চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ
মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৬টা ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।১৯ জানুয়ারি সোমবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে এসব মদ ও গরু জব্দ করেছে।বিজিবি আরো জানায়, জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা। এসব মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হচ্ছে।এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যে কোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং সাম্প্রতিক সময়ে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।