• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৩৮:১৯ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সোনারগাঁয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে জাতীয় পার্টি নেতাসহ ৪ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি নেতা সজীবসহ চারটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রউফ ও তার আপন ছোট ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে আব্দুর রউফের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় জাতীয় পার্টির নেতা সজীব ও তার ভাড়াটিয়াদের ১০-১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে রানা, লতিফ ও সেলিমসহ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সরেজমিনে দেখা যায়, সজীবের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জায়েদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রহিস উদ্দিন, ইসমাঈল, তুক্কি মিয়া ও বাদশা মিয়ার বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’