• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ সকাল ০৯:২৫:৫১ (18-Jan-2026)
  • - ৩৩° সে:
এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পর শ্রীপুর প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পর শ্রীপুর প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'এশিয়ান টেলিভিশন'-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন। মাওনা চৌরাস্তা এলাকার হোটেল-রেস্তোরাঁগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ এবং যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।​সম্প্রতি মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকে নির্গত দূষিত বর্জ্য এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা নিয়ে এশিয়ান টেলিভিশনে একটি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটিতে জনস্বাস্থ্যের ঝুঁকি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।​সংবাদটি নজরে আসার পরপরই শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মাওনা চৌরাস্তা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে জানানো হয়েছে। হোটেল-রেস্তোরাঁ সংলগ্ন ড্রেন ও রাস্তার পাশের জমে থাকা ময়লা অপসারণ করা হচ্ছে। ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন না করতে সতর্ক করা হয়েছে।​প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা জানান, সংবাদ প্রচারের ফলে প্রশাসনের এই তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। তবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম যেন কেবল একদিনের না হয়ে নিয়মিত তদারকির মাধ্যমে বজায় রাখা হয়, সেই দাবিও জানিয়েছেন তারা।