গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
                                                             স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করা হয়েছে।২৯ অক্টোবর বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামে আসামির বসতবাড়ির শয়ন ঘরের ভেতরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা সাদেকুল ইসলাম সরকার (৩৮) পেশায় একজন ফেরিওয়ালা।এঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানা জাহাঙ্গীর আলম বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পিতাকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।মামলা সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে অভিযুক্তের স্ত্রী জেলেকা বেগম মারা যাওয়ার পর থেকে সাদেকুল তার তিন সন্তানকে নিয়ে একই বাড়িতে বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই কিশোরীকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে আসছেন।সবশেষ গত বুধবার অভিযুক্ত ব্যক্তি তার ছোট মেয়েকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে সুযোগ বুঝে বড় মেয়েকে ঘরের ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।পরে ছোট মেয়ে সাদিয়া ঘটনা দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে আটক করে পুলিশে খবর দেন।পলাশবাড়ী থানার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে আসামিকে আটক করেছি। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।