• ঢাকা
  • |
  • বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:৪৯:২৮ (26-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।২৬ নভেম্বর বুধবার বেলা ১১ টা ১৪ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে গেছে। তিনি আরও বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।প্রসঙ্গত, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল নামেও পরিচিত।