• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৪৫:২৪ (11-Jan-2026)
  • - ৩৩° সে:
মুশফিকের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল

মুশফিকের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জহিরুল হক চৌধুরী।৯ জানুয়ারি শুক্রবার আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদনে বলা হয়েছে- মুশফিকুর রহমান কানাডার দ্বৈত নাগরিক। নির্বাচনী হলফনামায় তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের কোনো প্রমাণপত্র না দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন গ্রহণ করেছেন এবং গত ৩ জানুয়ারি তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।আবেদনে বলা হয়েছে- গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১৪৫ এবং নির্বাচন বিধিমালা ২০০৮ এর বিধি ৫ অনুসারে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা ঘোষণার বিরুদ্ধে তিনি এ আপিল করছেন।উল্লেখ্য, বিএনপির সাবেক এমপি মুশফিকুর রহমান দীর্ঘ ১৭ বছর কানাডা ছিলেন। সেখানে তিনি নাগরিকত্বও গ্রহণ করেন। ৫ আগস্ট পটপরিবর্তনের পর তিনি দেশে আসেন। তবে বয়োবৃদ্ধ হওয়ার কারণে তিনি ঠিকমতো চলাচলও করতে পারেন না। এই আসনে বিএনপির আরেকজন প্রার্থী কবির আহমেদ ভূইয়া রয়েছেন।