মা–মেয়েকে হত্যার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।গত সোমবার মোহাম্মদপুরে নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয় লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫)।সিসিটিভি ফুটেজে সেদিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকতে দেখা যায় গৃহকর্মী আয়েশাকে। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান তিনি।