• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা কার্তিক ১৪৩২ সকাল ০৬:৫৩:৪২ (19-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার, সহযোগী পলাতক

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ মো. শরীফ আহম্মেদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ১০টা ২৫ মিনিটে বরমী বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ খবর পায় যে, শ্রীপুর থানাধীন নান্দিয়া সাঙ্গুন গ্রামের একটি বাড়িতে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এবং অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে।​গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেক (বিপিএম)-এর নির্দেশনায় কালিয়াকৈর সার্কেল এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল রাত পৌনে ১১টায় উক্ত বাড়িতে অভিযান চালায়।​অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে শরীফ আহম্মেদকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, তার ঘরের সুকেসের একটি ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।গ্রেফতার শরীফ আহম্মেদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ জানায়।​জিজ্ঞাসাবাদে শরীফ আহম্মেদ তার পলাতক সহযোগীর নাম জানান। তার নাম শেখ শরীফ রায়হান সিরাজী ওরফে রাসেল (৩০)। সে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিন মাস্টারের ছেলে। পুলিশ জানায়, তারা পরস্পরের যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।এ ঘটনায় ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে শ্রীপুর থানায় আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯ (এ) ধারায় একটি মামলা (মামলা নং-৩৯) রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।​শনিবার ১৮ অক্টোবর বেলা ১১টায় শ্রীপুর থানায় এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে পুলিশ এই তথ্যগুলো নিশ্চিত করে।