• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৪:৩৫ (17-Jan-2026)
  • - ৩৩° সে:
পঞ্চগড়–১ আসনে দুই দিনব্যাপী ইউথ পার্লামেন্ট বিতর্ক উৎসব

পঞ্চগড়–১ আসনে দুই দিনব্যাপী ইউথ পার্লামেন্ট বিতর্ক উৎসব

পঞ্চগড় প্রতিনিধি: নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং জেলার উন্নয়নে তরুণদের ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরার লক্ষ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইউথ পার্লামেন্ট পঞ্চগড়–১ বিতর্ক উৎসব।১৬ জানুয়ারি শুক্রবার সকালে উৎসবটির উদ্বোধন করেন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন। সংসদীয় আসন পঞ্চগড়–১-এর আওতাধীন আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় ২৫০ জন তরুণ বিতার্কিক এ উৎসবে অংশ নিচ্ছেন।সংসদীয় বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিচ্ছেন মনিরুজ্জামান প্রত্যাশা এবং বিরোধীদলীয় নেতা হিসেবে রয়েছেন জুই আক্তার। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন আহসানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক আশরাফুল ইসলাম রনি। ডেপুটি স্পিকার হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি শারমিন সুলতানা নিশি।জানা গেছে, পঞ্চগড়–১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্যোগ ও সহযোগিতায় এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।আয়োজকরা জানান, সারাদিনব্যাপী এই বিতর্ক উৎসব চলবে এবং শনিবার বিকেলে এর সমাপ্তি হবে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে রয়েছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ।