• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ১০:৫১:১১ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মহিন উদ্দিনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।২৫ অক্টোবর শনিবার ভোররাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকার বাসিন্দা। স্কুলে যাওয়া-আসার সময় আসামি মহিন উদ্দিন তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত। গত ১৬ অক্টোবর রাতে ভিকটিম ঘর থেকে বের হলে মহিন উদ্দিন ও তার সহযোগী জোরপূর্বক মোটরসাইকেলে তুলে জাহাঙ্গীরনগর এলাকায় নিয়ে যায়। সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।ঘটনার পর ১৮ অক্টোবর রাতে ভিকটিমকে বাদেরটেক এলাকায় ফেলে রেখে যায় তারা। পরে ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।গ্রেফতার আসামিকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।