ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫
নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে তিনজন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানে আরও অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অনুভূত হওয়া ভূমিকম্পে এই হতাহতের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় জেলায় বিভিন্ন ভবনের দেয়াল, রেলিং ও টিনের চাল কেঁপে ওঠে। শহরের একটি আবাসিক এলাকায় বাড়ির ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। আর এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।এদিকে ভয়াবহ এ ভূমিকম্পে রাজধানীর কয়েকটি জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।