• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:৪৭:৪৭ (09-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

স্বার্থের দ্বন্দ্ব থাকায় আসামিপক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী সরোয়ার

নিজস্ব প্রতিবেদক: পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলা ও রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম. সরোয়ার।আজ ৯ নভেম্বর রোববার ট্রাইব্যুনাল ১-এ ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন তিনি।গুমের দুই মামলায় জমা দেয়া সরোয়ারসহ পাঁচজনের ওকালত বাতিল করে নতুন করে ওকালতনামা জমা দেয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল।পরে ব্যারিস্টার সরোয়ার জানান, নিজের গুমের ঘটনায় একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছিলেন তিনি। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই তিনি স্বার্থের দ্বন্দ্ব থাকায় তাদের পক্ষের আইনজীবী থেকে প্রত্যাহার করেন।এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ জন ও রামপুরায় ২৮ জনকে হত্যায় ২ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ শাসনামলে হত্যা-গুম-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।