• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৪:৫৬ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কনার ‘মেহেন্দি’ গানে নাচলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী কনার নতুন গান ‘মেহেন্দি’ ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এবার সেই গানের তালে নাচে মাতলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হালকা ও প্রাণবন্ত মেজাজে নাচতে দেখা যায় নোরাকে। ভিডিওতে তার সঙ্গে নাচে সঙ্গ দেন গানের সুরকার সানজয়।গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কনার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিশ। নোরা ফাতেহির নাচের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন সানজয়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ওর হাতে মেহেন্দি।’ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১০ হাজারের বেশি রিঅ্যাক্ট পায়। নোরা ফাতেহি নিজেও ভিডিওটির মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।ভিডিওটি দেখে দর্শকরাও মুগ্ধতা প্রকাশ করেছেন। মন্তব্যে অনেকেই লিখেছেন, বাংলা গানে নোরা ফাতেহির নাচ দেখাটা সত্যিই দারুণ ও ব্যতিক্রমী অভিজ্ঞতা।উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে এবং এখনও দর্শকদের মন জয় করে চলেছে।