• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ রাত ০৮:৫৯:০৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:
জামায়াত নেতা হত্যাসহ দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

জামায়াত নেতা হত্যাসহ দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইবি প্রতিনিধি: জামায়াত নেতা হত্যার ঘটনা এবং দেশব্যাপী সহিংসতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবির।৩০ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা সাম্প্রতিক সহিংসতা, রাজনৈতিক নৈরাজ্য ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদ জানান।সমাবেশে বক্তব্য দেন ইবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী। তিনি বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের দাবিতে আমরা আন্দোলন করেছি। কিন্তু বর্তমানে দেশে খুন, জখম, সহিংসতা ও নারী নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। এসব অপকর্মের বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় প্রতিবাদ করে আসছে।’তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, ধর্ষণ ও মানুষের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির সোচ্চার থাকবে। অন্যায় ও অপরাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’সমাবেশে বক্তারা দেশব্যাপী সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।