• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৮:৩৩ (09-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‘রাজনৈতিক ব্যক্তিদের স্বদিচ্ছা না থাকলে দুর্নীতি দমন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ব্যক্তিদের যদি কমিটমেন্ট বা স্বদিচ্ছা না থাকে তাহলে সমাজ থেকে দুর্নীতি দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।৯ ডিসেম্বর মঙ্গলবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্নীতি দমন কমিশন সভাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দুদকের সভাপতি আব্দুল মোমেন।তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা সমাজে শাসন করবেন তাদের স্বদিচ্ছা থাকলে সমাজ থেকে দুর্নীতি দমন করা সম্ভব হবে। কেননা মাছের পচনটা মাথা থেকে শুরু হয়। সুতরাং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের স্বদিচ্ছা থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।