• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ দুপুর ১২:০৯:২৪ (18-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাঘাটায় দর্জি ভিলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমার বাড়ি ইউনিয়নের আব্দুল্লা পাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় ‘এক পল্লী, এক পণ্য মডেল’ প্রতিপাদ্যে পণ্যভিত্তিক দর্জি ভিলেজ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী সৈয়দা নুসরাত জাহান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল, গাইবান্ধা বিআরডিবি উপ-পরিচালক মো. রেজাউল করিম মিয়া, সাঘাটা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সামিউল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জেলা প্রশাসক পরিদর্শনকালে গ্রামীণ নারীদের তৈরি পোশাক ও বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং তাদের আত্মনির্ভরশীলতা অর্জনের উদ্যোগের প্রশংসা করেন।