নির্বাচনের মাধ্যমে মৃত গণতন্ত্রকে পুনরায় পুনরুজ্জীবিত করবে বিএনপি
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বিএনপি। যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মৃত গণতন্ত্রকে পুনরায় পুনরুজ্জীবিত করবে বিএনপি। আর এজন্য আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান।২২ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর- ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এহসানুল হক মিলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে শিক্ষা খাতকে ধ্বংস করে দেয়। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছিল, শিক্ষা খাতকে নতুন করে গড়ে তোলা হয়েছিল এবং এহসানুল হক মিলন পরীক্ষায় নকল মুক্ত করে শিক্ষায় আমূল পরিবর্তন আনেন।’ উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী ও আইন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদের যৌথ পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মৃধা, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কুসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।