জাদুঘর থেকে ছয় শতাধিক নিদর্শন চুরি
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্রিস্টল মিউজিয়ামের সংরক্ষণাগার থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ ইতিহাসের গুরুত্বপূর্ণ ৬০০-এর বেশি নিদর্শন চুরি হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এভন ও সামারসেট পুলিশ চারজন সন্দেহভাজনের ছবিসহ তথ্য প্রকাশ করে জনসাধারণের কাছে সহযোগিতা চেয়েছে।১১ ডিসেম্বর বৃহস্পতিবার আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ভোরে মিউজিয়ামের একটি স্টোরেজ ইউনিট থেকে এসব মূল্যবান সামগ্রী চুরি হয়। তবে দুই মাসেরও বেশি সময় পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা কেন দেওয়া হলো, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি হওয়া সংগ্রহের মধ্যে পদক, ব্যাজ, পিন, গয়না, খোদাই করা হাতির দাঁত, রুপার জিনিসপত্র, ব্রোঞ্জের মূর্তি ও বিভিন্ন ভূ-তাত্ত্বিক নমুনা রয়েছে।কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এসব নিদর্শন দুই শতাব্দীরও বেশি সময়জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের ইতিহাস তুলে ধরে। সংগ্রহটি বহু দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং সাম্রাজ্যের সঙ্গে যুক্ত মানুষের জীবন, অভিজ্ঞতা ও জটিল অতীত সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়।তদন্ত কর্মকর্তা গোয়েন্দা কনস্টেবল ড্যান বারগান বলেন, ‘এই চুরি শহরের জন্য একটি বড় ধরনের ক্ষতি।’ তিনি আশা প্রকাশ করেন, জনসাধারণের সহযোগিতায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। সূত্র: আলজাজিরা।