• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৭:০০ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধ, বাড়িঘরে হামলার অভিযোগ

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধ, বাড়িঘরে হামলার অভিযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত ও  বিচার দাবি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দার পাড়া গ্রামে।বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে সবজল মিয়া অভিযোগ করে বলেন, টুপকারচর সর্দারপাড়া গ্রামের আবদুল করিম, মজিবর রহমানের সঙ্গে জমি নিয়ে আমার পরিবারের বিরোধ চলে আসছে। জমি নিয়ে বিরোধের জের ইতোপূর্বে মারামারির ঘটনা ঘটে এবং থানায় মামলা হয়।গত ২৭ জানুয়ারি আমরা মামলার হাজিরা দিতে গেলে পুরুষশুন্য বাড়ি পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে আবদুল করিমের স্ত্রী রোকেয়া বেগম, মজিবরের স্ত্রী নাছিমা বেগম, বাবু মিয়ার স্ত্রী শিরিনা বেগম, হাসেম মিয়ার স্ত্রী মিনা বেগম ও তৈয়বুর রহমানের স্ত্রী সাজেদা বেগম আমার বাড়িতে লাঠিসোঠা নিয়ে হামলা করে। হামলা চালিয়ে আমার ঘরের টিনের বেড়া ভাঙচুর করা হয় এবং সীমানার খুঁটি ভাঙচুর ও গাছের ডালপালা কেটে নেওয়া হয়।এসময় আমার পরিবারের মহিলা সদস্যরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং জমি থেকে আমাদের উচ্ছেদ ও খুন করার হুমকি দেওয়া  হয়। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা জীবনের নিরাপত্তা চাই ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। বাড়ি ঘরে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।