বাগাতিপাড়ায় ১৯ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী জীম
                                                             বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার দিয়ার মশুরিয়া গ্রামের জান্নাতুল তাওহীদা জীম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মো. জহুরুল হকের মেয়ে।পরিবারের সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে জীম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই দিনই জীমের মা মোছা. রেহেনা খাতুন বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।জীমের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা এবং নিখোঁজের সময় পরনে ছিল স্কুলের পোশাক।বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।যদি কেউ জীমের সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:মো. ইমরানুল ইসলাম (চাচা), মোবাইল: ০১৭৩৮-৫০৯৬৯৮, ০১৮৭০-৬৮৫৪৫৫গ্রাম: দিয়ার মশুরিয়া, ইউনিয়ন: বাগাতিপাড়া, উপজেলা: বাগাতিপাড়া, নাটোর।