• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ সকাল ০৬:২৬:২১ (21-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কচুয়ায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্রসমাজের বিক্ষোভ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।১৯ ডিসেম্বর শুক্রবার সকালে বিক্ষোভকারীরা কচুয়া-ঢাকা সড়কের বিশ্বরোড এলাকায় সড়কে বসে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারী মিছিল নিয়ে বের হয়ে কচুয়া থানার সামনে অবস্থান করেন এবং বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয় থানা প্রাঙ্গণ।ছাত্রসমাজের নেতৃবৃন্দ কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের নিকট ওসমান হাদীর হত্যার বিচারসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন তাদের দাবির বিষয়ে আশ্বাস প্রদান করলে বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যায়।