• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:০০ (03-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খাগড়াছড়িতে নিজস্ব অর্থায়নে ২৮ জনের চোখের চিকিৎসা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদের নিজস্ব অর্থায়নে প্রতিবছরের মতো এবারও দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়েছে। এতে ২৮ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করানো হয়।আয়োজনে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের মধ্য থেকে ২৮ জনের ছানি অপারেশনের প্রয়োজনীয়তা শনাক্ত হয়। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।একজন অপারেশনপ্রাপ্ত রোগী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘অনেক বছর ধরে চোখে ভালো দেখি না। অসহায় মানুষ, চিকিৎসার টাকার অভাবে কিছুই করতে পারিনি। মাইকিং শুনে আসলাম। চোখ দেখে বলল অপারেশন করবে। আমি এখন ভালোভাবে দেখতে পাচ্ছি।আরেক সেবাপ্রার্থী জানান, ‘গরিব মানুষের পক্ষে চিকিৎসার খরচ বহন করা কঠিন। এমন আয়োজন নিয়মিত হলে আমাদের মতো মানুষের উপকার হয়। সমাজ কল্যাণ পরিষদকে অনেক ধন্যবাদ।’সংগঠনের নেতৃবৃন্দ জানান, লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রতিবছরই তারা এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।তারা বলেন, ‘আমাদের সমাজের সুবিধাবঞ্চিতদের চোখের চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’