• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৪১:৩১ (06-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফরিদপুর চিনিকলের ৫০তম আখ মাড়াই শুরু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র সরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুম উদ্বোধন হয়েছে।এ উপলক্ষ্যে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ৫ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল)ও যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ- উর- রহমান এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়েদ বিন নাসের। চিনিকল অঞ্চলের ৭টি সাবজোনের সর্বোচ্চ আখ রোপণকারী ও সর্বোচ্চ একর প্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরস্কার প্রদান করা হয়।ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭শ’ ৫৪ একর দণ্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখমাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ মে. টন আখ মাড়াইয়ের লক্ষ্য মাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমাণ ধরা হয়েছে ৫ হাজার ১শ’ ৬০ মে. টন।