• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ সকাল ০৯:৩০:১০ (01-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চরাঞ্চলের ​দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গরু বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গরু বিতরণ করা হয়েছে।৩১ অক্টোবর অক্টোবর দুপুরে উপজেলার উমারপুর ইউনিয়নের ২৪ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও একটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ষাঁড় গরু বিতরণ করা হয়।এ উপলক্ষে শৈলজানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া একই দিনে হাপানিয়া গ্রামে ট্রাস্টের অর্থায়নে একটি কবরস্থান মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করা হয়।​বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ক্বারি ময়নূল ইসলাম, সাবেক সহ-সভাপতি আনিস সিকদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহআলম মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির, সাবেক ছাত্রনেতা মো. রুহুল আমিন ইকবাল, কাশিমপুর গার্লস স্কুল এন্ড কলজের প্রভাষক মো. মিজানুর রহমান প্রমুখ।সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল মন্ডল বলেন, ​আপনারা জানেন চৌহালী একটি ভাঙন কবলিত এলাকা। প্রতি বছর যমুনার ভাঙনে আমাদের অনেক ভাই-বোন ঘরবাড়ি হারান, তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়ে। মানুষের এই দুঃখ-কষ্ট লাঘবে সাখাওয়াত এইচ মেমোরিয়াল ট্রাস্ট সব সময় আপনাদের পাশে আছে। শুধু ঢেউটিন বা গরু বিতরণ নয়, আমরা শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো নির্মাণেও বিভিন্ন কাজ করেছি। ​আমাদের ট্রাস্টের লক্ষ্য মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। আমরা মনে করি, এই এলাকার প্রতিটি মানুষের হাসিই আমাদের সবচেয়ে বড় অর্জন।