• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৪১:৩৪ (21-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গুলশান পূর্ব থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসন গুলশান পূর্ব থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন, ঢাকা-১৭ এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মানবিক ডাক্তার এস এম খালিদুজ্জামান।২১ নভেম্বর শুক্রবার কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে ডাক্তার এস এম খালিদুজ্জামান- এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খেলার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঢাকা-১৭ আসনের শৃঙ্খলা বিভাগের প্রধান এবং গুলশান পূর্ব থানার সেক্রেটারি আবদুল মোতালেব মঈন এর পরিচালনায় ও থানা আমীর মোহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদসদস্য পদপ্রার্থী, আগামীর কান্ডারী জনাব ডা. এস এম খালিদুজ্জামান।এসময় আরও উপস্থিত ছিলেন- থানা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, থানা অর্থ সম্পাদক আবদুল মোতালেব টিপন, থানা অফিস সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম রিয়াজ, শুরা সদস্য ও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথি তার বক্তৃতায় ঢাকা-১৭ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী কারার জন্য প্রত্যেক ভোটারের সাথে যোগাযোগ ও মহান আল্লাহর রহমাতের জন্য তার দরবারে ধরনা দিতে বলেন।