ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করলেন পৌর প্রশাসক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেছেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম।২০ অক্টোবর সোমবার রাতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করে কালী পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, পূজা উদযাপন পরিষদের উপজেলা সদস্য সম্ভু প্রসাদ, অমিত গুপ্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।