• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:১১:৪৩ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বার্সেলোনাকে রুখে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগা

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাকে রুখে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুগা। স্বাগতিকদের বিপক্ষে তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্লিক শিষ্যদের। কাতালানদের মত পয়েন্ট খুঁইয়েছে চেলসিও। তবে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচে কাইরাতের বিপক্ষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।    চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রুগার মাঠে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে বার্সেলোনা। কিন্তু শুরু থেকেই কাতালানদের চাপে রাখে ব্রুগা। ব্রেয়ডেল স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায়ই নিকোলা ট্রেসোল্ডির গোলে এগিয়েও যায় দলটি। দু'মিনিট পরই অবশ্য বার্সা সমতায় ফেরে ফেরান তোরেসের গোলে। কিন্তু ফের এগিয়ে যায় ব্রুগা। এবার গোল করেন কার্লস ফোর্বস। এরপর অনেক চেষ্টায়ও জালের দেখা না পাওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও ইয়ামাল গোলের সুযোগ নষ্ট করলেও ৬১ মিনিটে তারই দুর্দান্ত গোলে সমতায় ফেরে বার্সা। কিন্তু দুই মিনিট পরই ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ক্লাব ব্রুগা। গোল করেন ফোর্বস। ব্রুগার তৃতীয় গোলের পর আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচের শেষ দিকেও ব্রুগার হতাশার কারণ হয় ভিএআর। যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সা গোলরক্ষক সেজনির পা থেকে বল কেড়ে নিয়ে বল জালে জড়ালেও ভিএআরের কল্যাণে বেঁচে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ৩-৩ সমতায় মাঠ ছাড়ে দুই দল।অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে কোনো সুযোগই দেয়নি ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২২ মিনিটে ফোডেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিট পরই স্কোরশিটে নাম লেখান হালান্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টানা ৫ ম্যাচে গোল করলেন তিনি। সিটির আগে টানা ৫ ম্যাচে গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ড ও রেড বুলের জার্সিতে।দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে স্কোর শিটে দ্বিতীয়বারের মতো নাম লেখান ফোডেন। ৭২ মিনিটে বরুশিয়া ব্যবধান কমালেও শেষ মুহূর্তে রায়ান চেরকির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে কাইরাতের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মিলান। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে মার্তিনেজ। পিছিয়ে ছিল না কাইরাতও। তবে অনেক সুযোগ নষ্ট করার ম্যাচে ডেড লক ভাঙেন সেই মার্তিনেজই। প্রথমার্ধের শেষদিকে এই আর্জেন্টাইনের কল্যাণে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে আরাদের গোলে সমতায় ফেরে কাইরাত। ম্যাচের ৬৬ মিনিটে আগোস্তোর গোলে নিশ্চিত হয় ইন্টারের জয়।