উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট।৮ নভেম্বর শনিবার মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পি এল সির সঞ্চালনায় এ সামিট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে ব্যাংকিং, আর্থিক সেবা, ফিনটেক, প্রযুক্তি, বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থা, স্টার্টআপ উদ্যোক্তা এবং গবেষক, নীতি–নির্ধারক ও একাডেমিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সামিটের এ বছরের প্রতিপাদ্য ছিল “ফিউচার অব ফিনটেক ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ। দিনব্যাপী আলোচনায় উঠে আসে-ডিজিটাল আর্থিক খাতকে আরও আধুনিক, নিরাপদ ও উদ্ভাবনমুখী করতে নীতি, প্রযুক্তি ও সহযোগিতার প্রাসঙ্গিকতাসহ দেশের ফিনটেক খাতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার রুপরেখা প্রণয়ন সম্পর্কিত আলোচনা।সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসি আইপিএস (সিএস), সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি বলেন, “একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ফিনটেক খাত গড়ে তুলতে আমাদের উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহ প্রদান করতে হবে। নীতিগত প্রস্তুতি এবং আর্থিক খাতে আস্থা সুদৃঢ় করতে হবে। আমি বিশ্বাস করি-সমন্বিত প্রচেষ্টা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকলে বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথে আরও এগোতে পারবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে নিজের অবস্থানকে আরও দৃঢ় করবে। আয়োজনটির স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, বলেন,“বাংলাদেশের ফিনটেক খাতে আমাদের অগ্রগতি দ্রুত বাড়ছে। এখন দরকার সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং যৌথভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা। এসব মিলেই খাতটি ভবিষ্যতের বড় সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে।”তিনটি কি নোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন এবং একটি কেইস স্টাডির সমন্বয়ে এই বছরের সামিট অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় প্রাধান্য পায় ফিনটেক নীতি, প্রযুক্তির নতুন সম্ভাবনা, বাজারচাহিদা, নিরাপত্তা, প্রতিষ্ঠানের সক্ষমতা ও আর্থিক অন্তর্ভুক্তির মতো বিষয়সমূহ। সামিটের কিনোট সেশনগুলোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওসমান এরশাদ ফায়েজ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার, ইস্টার্ন ব্যাংক পি এল সি; শেখ আমিনুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড; সপনেন্দু মুহান্তি, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক; অ্যাডভাইজর, মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর, গভর্নমেন্ট অব সিঙ্গাপুর।ফায়েজ তার সেশনে বাংলাদেশের ফিনটেকের ইকোসিস্টেম তুলে ধরেন যেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যেই ফিনটেক ইনক্লুশন অর্জনের জন্য উপযুক্ত তবে অর্থবহ প্রবৃদ্ধি অর্জনের জন্য শুধু ডিজিটালাইজেশনে থেমে না থেকে ক্রেডিট, সেভিংস, ইনস্যুরেন্স ও ওয়েলথ টুলস এর মাধ্যমে ফান্ডিং তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। দেশে ফিনটেক স্টার্টআপগুলোর জন্য ফান্ডিং এখনো একটি বড় চ্যালেঞ্জ; তবে সিঙ্গাপুরের অ্যাপিক্স প্ল্যাটফর্ম–এর মতো কাঠামোবদ্ধ সহযোগিতার মডেল টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মাইক্রো সেভিংস, স্টার্টার ক্রেডিট এবং গ্যামিফায়েড ফাইন্যান্স–এর মতো উদ্ভাবন তরুণ প্রজন্মকে যুক্ত করতে পারে এবং প্রজন্মগত ব্যবধান কমাতে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, সেন্ট্রাল অ্যাডমিসিভ সিস্টেম এবং আইডেন্টিটি-শিল্ডেড পেমেন্ট আইডেন্টিফায়ার সিস্টেমগুলো ক্রস-ব্যাংক কানেক্টিভিটি সহজ করে এবং ট্রানজ্যাকশন ফ্রিকশন কমাতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন, এআই-ড্রিভেন ক্রেডিট স্কোরিং, ইউনিফাইড কেওয়ায়সি পোর্টাল এবং শক্তিশালী সাইবার গভর্নেন্স–এর মাধ্যমে ডিজিটাল ফাইন্যান্স খাত এসএমই লেন্ডিং বাড়াতে, মিডেলম্যান কমাতে এবং বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন-ডলার ইকোনমি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।বিশেষজ্ঞ আলোচকরা ডিজিটাল ফাইন্যান্সের বৈশ্বিক ধারা, বাংলাদেশের ফিনটেক উদ্যোগের সম্ভাবনা এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতার নিরিখে দেশের ভবিষ্যৎ ফিনটেক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় গতিবিধি ও রুপরেখা নিয়ে আলোচনা করেন। এছাড়াও সামিটের অন্যান্য সেশনে ডিজিটাল ব্যাংকিং মডেল, এআই নির্ভর আর্থিক প্রযুক্তি, ছোট ও মাঝারি ব্যবসার জন্য সংযুক্ত ফিনটেক সমাধান, অ্যালগরিদম ভিত্তিক ফাইন্যান্স এবং নীতি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এসব আলোচনায় উপস্থিত ছিলেন সাইদ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ; সাইদ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পি এল সি; মাশরুর আরেফিন, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিটি ব্যাংক পি এল সি; চেয়ারম্যান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ; আলী রেজা ইফতেখার, ম্যানেজিং ডিরেক্টর, ইস্টার্ন ব্যাংক পি এল সি; ফারজানা চৌধুরী, চার্টার্ড ইনস্যুরার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি; গিতাঙ্ক দত্ত, ডিরেক্টর–ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইনফিনিজেন্ট কনসাল্টিং, ব্যাংকার অ্যান্ড পেমেন্ট প্রফেশনাল; সাইদ সাজ্জাদ হায়দার চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার, প্রাইম ব্যাংক পি এল সি; মোহাম্মদ আলী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, পুবালি ব্যাংক পি এল সি; মোহাম্মদ মামদুদুর রাশেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সি আরও অনেকে।মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পি এল সির সঞ্চালনায় অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ইনোভেশন পার্টনার - বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার - টার্কিশ এয়ারলাইন্স, এবং পিআর পার্টনার - ব্যাকপেইজ পি আর।