• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০১:০৭ (14-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হামাসের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটিতে ড্রোন হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল।১৩ ডিসেম্বর শনিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ বিষয়ে আল-জাজিরা খবর প্রকাশ করেছে।তবে হামাসের পক্ষ থেকে এখনো এ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সাদের মৃত্যু নিশ্চিত হলে এটি আইডিএফের হাতে নিহত সর্বোচ্চ পর্যায়ের হামাস নেতাদের অন্যতম বলে বিবেচিত হবে।এদিকে, শনিবার গাজা সিটির নাবলুসি জংশনে আইডিএফ পরিচালিত ওই অভিযানে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।