• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫৮:০২ (14-Jan-2026)
  • - ৩৩° সে:
আসন সমঝোতা নিয়ে আজ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন

আসন সমঝোতা নিয়ে আজ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩ জানুয়ারি মঙ্গলবার পৃথক বৈঠক করেছে। এ প্রসঙ্গে আজ ১৪ জানুয়ারি বুধবার দুপুরে ১১ দলের শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসবেন। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।বিকেল বা সন্ধ্যায় ১১ দলীয় শীর্ষ নেতারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকেই কোন দল কতো আসনে সমঝোতা করছে, তা জানানো হবে।১১ দলের অন্তত চারটি দলের শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানতে পেরেছে গণমাধ্যমকর্মীরা।জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আজ (মঙ্গলবার) বৈঠক হয়েছে। মোটামুটি সব কিছু ইতিবাচক। আগামীকাল (বুধবার) সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে।তিনি বলেন, তার আগে ১১ দলের শীর্ষ নেতারা বসবেন। এরপর যৌথ সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণা আসবে। আসন সমঝোতায় কোন দল কতো আসন পাচ্ছে, সেটি সেখানেই জানানো হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকছে কিনা— এ প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত বিষয়টি ইতিবাচক। কালই জানা যাবে।খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, এখনো কেউ যোগাযোগ করেনি। তবে শুনেছি কালই সব চূড়ান্ত হবে। সম্ভবত সবাই একসঙ্গে বসবেন।এদিকে জাগপা মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার রাত ১টায় ফেসবুকে জানান, ১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।মঙ্গলবার সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে।