• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০৩:৫৮:৪৮ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদ সদর শাখার আয়োজনে নওগাঁ হানাদারমুক্ত দিবস আলোচনা ও মতবিনিময় সভার মধ্যে দিয়ে পালিত করা হয়েছে।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদর উপজেলায় বসবাসকারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় তিন শতাধিক সদস্যদের নিয়ে এ আলোচনা ও মতবিনিময় সভা করা হয়।সদর থানা কমান্ডের আহ্বায়ক এ এফ এম নুরুজ্জামান নান্টুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক প্রবীণ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনসারী, সদর ইউনিটের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।শুরুতে পবিত্র কুরআন থেকে সুরা পাঠ করেন মোজাম্মেল হক ও গীতা পাঠ করেন সন্তোষ কুমার।