• ঢাকা
  • |
  • বুধবার ২রা আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:৩৪ (17-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‘মেয়াদ বাড়ানো হলেও দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন’

নিজস্ব প্রতিবেদক: মেয়াদ বাড়ানো হলেও জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।১৭ সেপ্টেম্বর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো হলেও কমিশন একমাস সময় নেবে না। সময় বাড়ানো হয়েছে, যাতে সব দল তাদের পরামর্শ দিতে পারে।আলী রীয়াজ বলেন, যেসব প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট নয়, সেসব প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর জন্য গণভোট ও সাংবিধানিক আদেশের প্রস্তাব এসেছে।তিনি জানান, প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর থেকে দেশের বাইরে থাকবেন। ২ অক্টোবর দেশে ফিরবেন। তাই আমরা ২১ তারিখের আগে ঐকমত্যে পৌঁছাতে চাই। মাসব্যাপী আলোচনার ইচ্ছা কমিশনের নেই।