আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলা ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন: মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলাকে ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলে দাবি করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনির্ভরযোগ্য প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি পক্ষপাতদুষ্ট প্রতিবেদন সত্য প্রতিষ্ঠা করতে পারে না। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আইসিজের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে মিয়ানমার।উল্লেখ্য, ২০১৯ সালে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া। চলতি সপ্তাহে মামলার শুনানির শুরুতে গাম্বিয়ার বিচারমন্ত্রী আদালতে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদের অস্তিত্ব বিপন্ন করা হয়েছে।অন্যদিকে, শুক্রবার আদালতে নিজেদের অবস্থান উপস্থাপনের সময় মিয়ানমারের আইনজীবীরা এসব অভিযোগের বিরোধিতা করতে পারেন। এক দশকেরও বেশি সময় পর আইসিজেতে এটি কোনো পূর্ণাঙ্গ গণহত্যা মামলার শুনানি।