• ঢাকা
  • |
  • বুধবার ৩রা পৌষ ১৪৩২ রাত ১০:১৩:৫০ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগ থানার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।১৭ ডিসেম্বর বুধবার বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের সূত্রপাতের পরপরই ঘন ও কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়।প্রথমদিকে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।এদিকে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, গোডাউনের পেছনের একটি ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। জানা গেছে, সংশ্লিষ্ট প্লাস্টিক গোডাউনটি প্রায় ১৮ থেকে ২০ বছর পুরোনো।