• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৭:০৫ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মিশিগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি

বাকৃবি প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্র এর নতুন কমিটি।২২ ডিসেম্বর সোমবার নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।এর আগে ২০ ডিসেম্বর শনিবার মিশিগানের ওয়ারেন নগরীর একটি বাংলাদেশি রেস্টুরেন্টে আয়োজিত মিলনমেলায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হন ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন স্টেলান্টিস এর ব্যবস্থাপক প্রকৌশলী সাইফ সিদ্দিকী (অনন্ত)।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ড. মোজাহার হোসেন আহম্মদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টেলান্টিস-এর তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ড. মো. আব্দুল হালিম (সোহেল)। এ ছাড়া সিনিয়র কৃষিবিদ বেলায়েত হোসাইন ও কৃষিবিদ আবু হোসাইন জুয়েলকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।মিলনমেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচ থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্র্যাজুয়েটসহ বিভিন্ন ব্যাচের মোট ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ব্যাচের শিক্ষার্থী, প্রবাসে প্রতিষ্ঠিত শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও করপোরেট পেশাজীবীরা।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, যুক্তরাষ্ট্রে আসার অভিজ্ঞতা, পেশাগত জীবন ও পারিবারিক পরিচয় তুলে ধরেন। আলোচনায় ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ভাবমূর্তি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।