• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:১৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলে ৫ অবৈধ করাতকল উচ্ছেদ

শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলে ৫ অবৈধ করাতকল উচ্ছেদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত পাঁচটি করাতকলে অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকল মালিকদের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিটের টেপিরবাড়ি মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম।বনবিভাগ সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের অতি নিকটে এসব করাতকল অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে পাঁচটি করাতকল সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয় এবং এর যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে করাতকল মালিকদের অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম বলেন, ‘বনাঞ্চল রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ করাতকলের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বনের সীমানার মধ্যে কোনোভাবেই এ ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের নির্ধারিত দূরত্বের মধ্যে করাতকল স্থাপনে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। যারা আইন অমান্য করে বনজ সম্পদ লুটের সুযোগ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’