খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, অব্যাহত আছে অবরোধ
                                                             খাগড়াছড়ি প্রতিনিধি: মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার সড়ক অবরোধ কর্মসূচি। এদিকে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। জেলার সর্বত্র বিরাজ করছে থমথমে পরিস্থিতি।সাজেকে আটকে পড়া প্রায় ২ হাজার ১৪৭ জন পর্যটককে ২৭ সেপ্টেম্বর শনিবার রাতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর রোববার সকাল থেকে খাগড়াছড়ি শহর ও আশপাশ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে রাস্তায় বের হতে পারছেন না।শনিবার অবরোধ চলাকালে দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিকন চাকমা (২৫) নামের এক যুবককে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এছাড়া জেলা সদরের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।বর্তমানে খাগড়াছড়ি জুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন আর্মড পুলিশ ও সাত প্লাটুন বিজিবি। জরুরি সেবায় নিয়োজিতদের ছাড়া সেনাবাহিনী অপ্রয়োজনীয়ভাবে কাউকে চলাচল করতে দিচ্ছে না।খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।’