• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:২৭ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী শিক্ষার্থী ও যাত্রীদের জন্য ‘ফ্রি টিকিট’

২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৩:২৬

কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী শিক্ষার্থী ও যাত্রীদের জন্য ‘ফ্রি টিকিট’

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী শিক্ষার্থী ও যাত্রীদের জন্য এয়ার প্রিমিয়া ‘ফ্রি টিকিট’ ক্যাম্পেইন চালু করেছে। এসব যাত্রীদের মধ্যে ছয় জন আগামী মার্চ মাসে ফ্রি টিকিট জিততে পারবেন।

Ad

ছয় ক্যাটেগরির ছয় যাত্রী এই সুযোগ পাবেন। এসব ক্যাটেগরির মধ্যে রয়েছে কোরিয়ায় ইপিএস কর্মী একজন, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী তিন শিক্ষার্থী, নতুন ফ্যামিলি ভিসায় কোরিয়াগামী একজন এবং কোরিয়ায় পার্মানেন্ট রেসিডেন্ট (এফ-৫) ভিসাধারীদের মধ্যে একজন।

Ad
Ad

ফ্রি টিকিট পেতে যাত্রীদের এয়ার প্রিমিয়ার টিকিট কেবি এভিয়েশন-এর নির্ধারিত চ্যানেলের মাধ্যমে কিনতে হবে জানুয়ারি-মার্চ মাসের মধ্যে। মার্চে লটারির মাধ্যমে ছয়জন যাত্রী এই ফ্রি টিকিট সুবিধা পাবেন। এতে তাদের সবাইকে টিকিটের টাকা নির্ধারিত চ্যানেলে ৩০ কর্মদিবসের মধ্যে রিফান্ড করা হবে।

কেবি এভিয়েশনের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘‘ঈদের আমেজকে বাড়িয়ে দিতে আমরা তার আগেই যাত্রীদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে কেবি এভিয়েশন বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য এমন ‘ফ্রি টিকিট ক্যাম্পেইন’ চালু করেছে।’’

বাংলাদেশি যাত্রীদের জন্য বিশ্বের প্রধান গন্তব্যগুলোতে কোরিয়ার ইনচন হয়ে দ্রুত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি প্রদান করছে এয়ার প্রিমিয়া। এখন থেকে বাংলাদেশি যাত্রীরা জাপানের নারিতা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন ডিসিতে সহজেই যাতায়াত করতে পারছেন।

এয়ার প্রিমিয়া সরাসরি ইনচন-ঢাকা–ইনচন রুটে সবচেয়ে কম সময়ে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে ইনচন ৫ ঘণ্টা এবং ইনচন থেকে ঢাকা ফেরত ফ্লাইট সময় প্রায় ৬ ঘণ্টা। এছাড়াও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যেতে ১৮ ঘণ্টা সময় লাগছে।

কেবি এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক রানা বলেন, ‘ঢাকা-ইনচন বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন একটি দ্রুত ও সাশ্রয়ী রুট। যুক্তরাষ্ট্র-জাপান ও কোরিয়া গামীদের জন্য এই রুট বিকল্প সমাধান হতে যাচ্ছে।’

যুক্তরাষ্ট্রের যেকোনো ভিসাধারী যাত্রীরা কোরিয়ায় সর্বোচ্চ ৩ দিন ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন, যা যাত্রীদের ট্রানজিটের সময় অতিরিক্ত ভ্রমণ সুবিধা যোগ করবে। কোরিয়া থেকে জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রুটে এয়ার প্রিমিয়ার প্রতিদিন অন্তত ছয়টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে, ফলে যাত্রীরা দ্রুত ও ঝামেলাহীন সংযোগ সুবিধা পাচ্ছেন।

এয়ার প্রিমিয়ার সকল ফ্লাইট ড্রিমলাইনার দ্বারা পরিচালিত। ৩০৯টি ইকোনমি ক্লাস ও ৩৫টি প্রিমিয়াম ক্লাসসহ মোট ৩৪৪টি আসন বিশিষ্ট ওয়াইড বডি ইনচন-ঢাকা রুটে চলমান আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us