• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ রাত ০৯:৪১:২১ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি

১৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:২৮

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের বয়কটের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ঢাকা পর্ব অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা খেলা বর্জন করায় টুর্নামেন্টের প্রথম দিনের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

Ad
Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি বাতিল হয়। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি।

এর আগে বুধবার ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ওই মন্তব্যের জেরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং খেলা বয়কটের আলটিমেটাম দেয়। ক্রিকেটাররা স্পষ্ট করে জানিয়ে দেন, নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদে বহাল থাকলে তারা মাঠে নামবেন না।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, বিসিবির পক্ষ থেকে যদি ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা দেওয়া হয়, তবে তারা সন্ধ্যার ম্যাচে অংশ নেবেন। তবে কোনো লিখিত বা আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কোনো দলই মাঠে আসেনি।

এরই মধ্যে বিসিবি নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তবে তিনি পরিচালক পদে বহাল থাকায় ক্রিকেটারদের অবস্থান অপরিবর্তিত থাকে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে দেখা গেলেও খেলার কোনো প্রস্তুতি ছিল না। মাঠের সীমানা দড়ি সরিয়ে নেওয়া হয় এবং পিচ ঢেকে রাখা হয়।

ক্রিকেটারদের চলমান বয়কটের প্রেক্ষাপটে বিসিবি তাদের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সূচি সম্পর্কে পরে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!
বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!
১৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪০:১৫







Follow Us