স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটে সামির মিনহাসের বিধ্বংসী সেঞ্চুরি ও বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে একপেশে ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় ভারত।

২১ ডিসেম্বর রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৩৪৭ রান। দলের পক্ষে ওপেনার সামির মিনহাস ছিলেন দুর্দান্ত। তিনি ১১৩ বল মোকাবিলা করে ১৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে করেন ১৭২ রান। তাকে সহায়তা করেন মিডল অর্ডার ব্যাটার আহমেদ হুসাইন, যিনি ৫৬ রানের কার্যকর ইনিংস খেলেন।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের চাপে পড়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে দশ নম্বরে নামা দীপেশ দেভেন্দ্রানের ব্যাট থেকে। ওপেনার বৈভব সূর্যবংশি করেন ২৬ রান। এ ছাড়া আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।
পাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার আলী রাজা। ৬.২ ওভারে ৪২ রান খরচ করে তিনি চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া মুহাম্মাদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নেন।
ভারতের পক্ষে বোলিংয়ে একমাত্র লড়াই করেন দীপেশ দেভেন্দ্রান, যিনি তিনটি উইকেট শিকার করেন। তবে পাকিস্তানের বিশাল সংগ্রহের সামনে তা যথেষ্ট ছিল না।
এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available