স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ সালাহকে ছাড়াই ম্যাচে নেমেছিল লিভারপুল, যা সমর্থকদের মাঝে কিছুটা শঙ্কা তৈরি করেছিল। স্কোয়াডে থাকলেও তাকে আদৌ মাঠে নামানো হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে সতীর্থ জো গোমেজের চোটের কারণে ম্যাচের ২৬ মিনিটেই বদলি হিসেবে মাঠে নামেন মিসরীয় তারকা।

সালাহ মাঠে নামার আগেই ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে স্বাগতিকদের লিড এনে দেন হুগো একিটিকে। অ্যানফিল্ডে সালাহ মাঠে নামার মুহূর্তে দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি।


ফেরাটাকে স্মরণীয় করে রাখেন একটি বিশেষ রেকর্ড গড়ে। যদিও ২-০ ব্যবধানে রেডদের জয়ে নিজে কোনো গোল পাননি সালাহ, তবে ক্লাবের দ্বিতীয় গোলটি আসে তার প্রচেষ্টাতেই।
মাঠে নামার পর লিভারপুলের খেলায় গতি আসে। সালাহর নেওয়া কর্নার থেকেই বল পেয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন একিটিকে। এই অ্যাসিস্টের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা খেলোয়াড়ে পরিণত হন সালাহ। এখন পর্যন্ত তিনি মোট ২৭৭টি গোলে অবদান রেখেছেন, এর মধ্যে ১৮৮টি গোল ও ৮৯টি অ্যাসিস্ট।
এর আগে এই রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনির দখলে। রুনি ইউনাইটেডের হয়ে ১৮৩ গোল ও ৯৩ অ্যাসিস্টসহ সবমিলিয়ে ২৭৬ গোলে অবদান রেখেছিলেন।
ব্রাইটনের বিপক্ষে এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সাম্প্রতিক বিতর্কের মাঝেও অ্যানফিল্ডে সালাহর জনপ্রিয়তা যে অটুট, সমর্থকদের উচ্ছ্বাসই তার প্রমাণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available